বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন ব্যাংক, শিক্ষক, বিসিএস সরকারি-বেসরকারি সব চাকরি পরীক্ষাতে জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ের উপর থাকে প্রশ্ন। তেমনই কিছু ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব।
ইউরোপীয় ইউনিয়ন(EU)
? পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট- European Union(EU)
? প্রতিষ্ঠা: ১৯৯৩ সালের ১ নভেম্বর
? সদর দপ্তর : ব্রাসেলস্, বেলজিয়াম।
? বর্তমান সদস্য- ২৭টি দেশ। (৩১জানুয়ারি ২০২০ ব্রিটেন বের হয়ে আসে)
? ECC -European Economic Community প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৭ সালে, রোম চুক্তির মাধ্যমে।
? ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়- ম্যাসট্টিট চুক্তির মাধ্যমে, ১৯৯২ সালে।
? ইউরো মুদ্রা চালু হয়- ১৯৯৯ সালের ১জানুয়ারি।
? EEC থেকে EU হয়- ১৯৯৩ সালে।
? ইউরো মুদ্রা যারা গ্রহণ করেছে তাদের একসাথে বলে ইউরোজোন।
? সদস্য- ১৯ টি।
? সর্বশেষ ইউরো গ্রহণ করেছে- লিথুনিয়া।
? কখনো ইউরো মুদ্রা গ্রহণ করেনি বা ককনো গ্রহণ করবে না- ডেনমার্ক ও সুইডেন।
ইউরোপীয়ান পার্লামেন্ট:
?প্রতিষ্ঠা: ১৯৭৪ সালে।
?সদস্য- ৭৫১জন।
?অবস্থান- স্ট্রার্সবার্গ, ফ্রান্স।
ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক(ইসিবি):
?ইউরো মুদ্রা গ্রহণকারী ১৯টি দেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে গঠিত।
?কার্যালয়- ফ্রঙ্কফুর্ট, জার্মানি।
?প্রতিষ্ঠাকাল – ১৯৯৮ সালে।
? উরোপীয়ান ইউনিয়নের সীমন্তরক্ষী বাহিনী- ফ্রোনটেক্স।
? ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয়- নেদারল্যান্ডের ম্যাসট্রিচটে ১৯৯২ সালে। এর স্বাক্ষরকারী দেশ ছিলো -১২টি। এর জন্যই ইউরোপীয়ান ইউনিয়নের পতাকায় ১২টি তারকা চিহ্ন রয়েছে। এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়- যুক্তরাজ্য।
?ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত যাতায়াত করতে পারে ২৭টি দেশের জনগন। ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেনে এক চুক্তির হয় যা শেনজেন চুক্তি নামে পরিচিত। ২৬টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। স্বাক্ষর করেনি- ইংল্যান্ড ও আয়ারল্যান্ড।
ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন (ডব্লিউটিও)
?পূর্বনাম- GATT(১৯৪৮)
?বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য সংস্থা
?GATT থেকে WTO হয়- ১জানুয়ারি, ১৯৯৫ (উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে)
?সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
?সদস্য দেশ- ১৬৪ টি
?সর্বশেষ সদস্য- আফগানিস্তান ও লিবিয়া
?বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১জানুয়ারি, ১৯৯৫ সালে।
?বর্তমান মাহাসচিব- রবার্তো আজেভেদো
?সর্বশেষ বৈঠক হয়- আর্জেন্টিনায়
মন্তব্য করুন