সামাজিক যোগাযোগ ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ ঠেকাতে ডিজিটাল সিকিউরিটি হেল্পলাইন ও ফ্যাক্ট চেকিং সাইট সরকার তৈরি করবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। রবিবার ফেসবুকে আয়োজিত ‘ফেইক নিউজ নিয়ন্ত্রণ’বিষয়ক অনলাইন সেমিনারে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী।
আইসিটি বিভাগের কন্ট্রোলার অব সার্টিফাইয়িং অথরিটি (সিসিএ) আয়োজিত এ কর্মশালায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে ভুয়া সংবাদ মোকাবেলায় সচেতনতা কার্যক্রম গ্রহণের পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে কার্যকর করাসহ বিভিন্ন প্রকল্পও গ্রহণ করেছে তথ্য ও যোগযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।
তিনি আরও বলেন, করোনা মহামারির মতোই অনলাইনে ভুয়া সংবাদের বিস্তার মারাত্মক আকার ধারণ করেছে। এর ফলে সামাজিক, রাজনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
মন্তব্য করুন