ঢাকার ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবার পর এই কলেজগুলোর শিক্ষার মান উন্নয়নে চলছে নানা কার্যক্রম। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত সেমিস্টার পদ্ধতি এই সাত কলেজে চালু হয়নি তথাপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নিয়ম-কানুন প্রয়োগ করা হয়েছে।
এই নিয়ে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, অনার্স ২০১৭-১৮, ১৮-১৯ ও ১৯-২০ সেশনের সকল ডিপার্টমেন্টের পরীক্ষার রুলস এন্ড রেগুলেশন ইয়ার পদ্ধতিতে হবে। তবে ইম্প্রুভমেন্ট, প্রমোশন, ক্লাস উপস্থিতি এ বিষয়গুলোর ক্ষেত্রে ঢাবির নিয়ম অনুসরণ করা হবে। এই ক্ষেত্রে যে সকল নিয়ম প্রযোজ্য হবে তা হলো:
বিএসসি সাইন্সের সকল ডিপার্টমেন্ট:
C+ (২.৫০) গ্রেড পর্যন্ত ইম্প্রুভ দেওয়া যাবে। এছাড়া ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশন জন্য নুন্যতম সিজিপিএ ২.০০ অর্জন করতে হবে। ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশন জন্য সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে। ৩য় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য সিজিপিএ ২.৫০ অর্জন করতে হবে।
বিবিএ সকল ডিপার্টমেন্ট:
A- (৩.৫০)গ্রেড পর্যন্ত ইম্প্রুভ দেওয়া যাবে। সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছিল C গ্রেড পর্যন্ত। তবে ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশন জন্য নুন্যতম সিজিপিএ ২.০০ অর্জন করতে হবে। ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশন জন্য সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে। ৩য় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য সিজিপিএ ২.৫০ অর্জন করতে হবে।
বিএসএস (রাষ্ট্রবিজ্ঞান,সমাজবিজ্ঞান,সমাজকর্ম,অর্থনীতি):
B (৩.০০) গ্রেড পর্যন্ত ইম্প্রুভ দেওয়া যাবে। এছাড়াও ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশন জন্য নুন্যতম সিজিপিএ ২.০০ অর্জন করতে হবে। ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশন জন্য সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে। ৩য় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য সিজিপিএ ২.৫০ অর্জন করতে হবে।
বিএ (বাংলা, ইংরেজি, আরবি,ইতিহাস, দর্শন, ইসলাম শিক্ষা,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি):
B- (২.৭৫) গ্রেড পর্যন্ত ইম্প্রুভ দেওয়া যাবে। এছাড়াও ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশন জন্য নুন্যতম সিজিপিএ ২.০০ অর্জন করতে হবে। ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশন জন্য সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে। ৩য় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য সিজিপিএ ২.৫০ অর্জন করতে হবে।
মন্তব্য করুন