মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়েও থেমে নেই ঢাকা কলেজের শিক্ষা কার্যক্রম। অনলাইনে হচ্ছে নিয়মিত ক্লাস ও অন্যান্য পাঠ্যক্রম কর্মসূচি। তবে ক্লাস আর পাঠ্যক্রম কর্মসূচির বাইরে ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে এবার অনুষ্ঠিত হলো অনলাইন ফেস্টিভাল।
মহামারি প্রাদুর্ভাবের এমন দুঃসময়ে ঘরবন্দী ধূসর জীবনে কিছুটা রঙ ছড়ানোর উদ্দ্যেশ্য নিয়ে গত ১১ ও ১২ জুন ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ‘ইমব্রোগ্লিও অ্যাপেক ১.০’ (জটিল অবস্থার কাল ১.০) নামে দুই দিনব্যাপী একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করে। ইংরেজি সাহিত্য, ব্যাকরণ ও পপ সংস্কৃতির ওপর ভিত্তি করে জ্ঞান অর্জন এবং প্রদর্শনের জন্য ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এমন একটি জাতীয় অনুষ্ঠানের আয়োজন করে। যা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথম অনলাইন ভাষা প্রতিযোগিতা।
অনলাইন ফটোগ্রাফি, প্রদর্শনী, রচনা প্রতিযোগিতাসহ ছিলো ১৪টি ভিন্ন ভিন্ন ইভেন্ট। যার সবকিছুই অনুষ্ঠিত হয় অনলাইনে। যেখানে দুই হাজারের বেশি ব্যক্তি অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং দেখেছেন ১৪ হাজার মানুষ। পুরো ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সরাসরি তত্ত্বাবধান করেন ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মডারেটর ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. শাহেদ শাহান। আর এতে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ।
অনলাইন ফেস্টিভাল নিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, ক্লাবটি দ্রুত গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ঢাকা কলেজ অনলাইনে নতুন আঙ্গিকের এমন একটি সফল অনুষ্ঠান আয়োজন করার মধ্যদিয়ে অনলাইন জগতে এক নতুন ধারার সূচনা করেছে বলেও মন্তব্য করেন তিনি। সবশেষে ইভেন্টটি সফলভাবে আয়োজনের জন্য ক্লাবের মডারেটর, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানসহ ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান অধ্যক্ষ।
মন্তব্য করুন