মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সরকার সারাদেশের বিশ্ববিদ্যালয়সহ বন্ধ ঘোষণা করেছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এসময় মেস ও বাসা ভাড়া করে থাকা শিক্ষার্থীরা পড়েছেন বিপদে। প্রতিনিয়ত ভাড়ার জন্য চাপ দিচ্ছে মালিক। মেস ও বাসা ভাড়া করে থাকা এসব শিক্ষার্থীদের আগামী ছয় মাসের ভাড়া মওকুফের দাবী জানিয়েছে “জাতীয় ছাত্র সমাজ” নামের শিক্ষার্থীদের একটি সংগঠন।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন। তিনি বলেন, শহরে পড়তে আসা বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা মেস ও বাসা ভাড়া নিয়ে থাকেন। তাদের অধিকাংশেরই পরিবার নিম্ন ও মধ্যবিত্ত। টিউশনি করে সে শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার খরচ বহন করে। কিন্তু তাও বন্ধ হয়ে যাওয়ায় কোনভাবেই ভাড়ার টাকার জোগান দিতে পারছেন না।
তিনি আরও বলেন, কিন্তু বাড়ির মালিকেরা প্রতিনিয়তই ভাড়ার জন্য চাপ দিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়, এসব শিক্ষার্থীদের তালিকা তৈরি করে শিক্ষার্থীদের আগামী ৬ মাসের ভাড়া যেনো মওকুফ করা হয়।
মন্তব্য করুন