আসন্ন ঈদুল আজহার পর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না, সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। গতকাল‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড’ নামক একটি ফেসবুক পেজ থেকে এমনই একটি ভুয়া খবর ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে। খোঁজ নিয়ে জানা যায়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২২ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার যে সংবাদটি ছড়ানো হয়েছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামেও কোন বোর্ড নেই।
বিশেষ সূত্রে জানা যায়, ৬ আগস্টের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে ছুটির বিষয়ে নির্দেশনা চাওয়া হবে বলে সূত্র জানিয়েছে। তবে ঈদের ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখনো কোনও সিদ্ধান্তে যেতে পারেনি মন্ত্রণালয়।
প্রসঙ্গত, এর আগে শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটি বাড়ানো হয়েছে ৬ আগস্ট পর্যন্ত। এই পরিস্থিতির মধ্যে ৯ আগস্ট থেকে অনলাইনে একাদশে ভর্তির আবেদন আহবান করা হয়েছে। আবেদনের শেষ সময় ৮ সেপ্টেম্বর। সব প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
মন্তব্য করুন